পৌরসভা নির্বাচন সহ সমস্ত নির্বাচনেই কংগ্ৰেস বামেদের সাথে জোট করবে বললেন কংগ্ৰেস নেতা সোমেন মিত্র

15th February 2020 কলকাতা
পৌরসভা নির্বাচন সহ সমস্ত নির্বাচনেই কংগ্ৰেস বামেদের সাথে জোট করবে বললেন কংগ্ৰেস নেতা সোমেন মিত্র


পুরসভা নির্বাচনসহ রাজ্যে এখন যে নির্বাচনই অনুষ্ঠিত হবে সেখানেই বাম ও কংগ্রেস জোট বেঁধে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবে। শনিবার বিধান ভবনে এক সাংবাদিক সম্মেলনে একথা জানালেন প্রদেশ কংগ্রেস সভাপতি সোমেন মিত্র। তিনি বলেন বাম ও কংগ্রেস জোট বাঁধায় ভয় পেয়েছে তৃণমূল কংগ্রেস। আর তাই তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় কংগ্রেসের নামে গালমন্দ  করছেন। সোমেন মিত্র বলেন, ২০১৬ বিধানসভা নির্বাচনে বাম ও কংগ্রেসের মধ্যে জোট গড়ে উঠলেও পরবর্তীতে কিছু সমস্যার কারণে জোট ভেস্তে গিয়েছিল। কিন্তু এখন পরিস্থিতি আলাদা, এই জোট আরও সুসংবদ্ধ হয়েছে। এখন বুথে বুথে একসঙ্গে আন্দোলন সংগঠিত হচ্ছে।   তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে আবারও বিজেপির সঙ্গে বোঝাপড়ার অভিযোগ তোলেন প্রদেশ কংগ্রেস সভাপতি সোমেন মিত্র। রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে নীতিহীন স্বার্থপরতার অভিযোগ তোলেন তিনি। মুখ্যমন্ত্রীকে কটাক্ষ করে তিনি বলেন, আমাদের সিবিআইয়ের ভয় নেই। যাদের সিবিআইয়ের ভয় আছে তারা আলাদা করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে দেখা করতে যান।

      ছবি - পিয়ালী ঘোষ





Others News

পর্ণশ্রীতে মা ও ছেলের নৃশংস খুনের কিনারা পুলিশের

পর্ণশ্রীতে মা ও ছেলের নৃশংস খুনের কিনারা পুলিশের


নিজস্ব সংবাদদাতা ( কলকাতা ) :  পর্ণশ্রীতে মা-ছেলেকে নৃশংভাবে খুনের কিনারা। ধৃতদের একজন সন্দীপ দাস(৩২) ও অন্যজন সঞ্জয় দাস(৪৪)। বাড়ি মহেশতলা থানার শ্যামপুরের ঘোষপাড়া তে। জেরায় তারা অপরাধের কথা কবুল করেছে। রবিবার সাংবাদিক বৈঠকে এমনটাই জানালেন জয়েন্ট সিপি ক্রাইম।

গ্রেফতার মৃতার দুই মাসতুতো ভাই। ধৃতদের বাড়ি মহেশতলায়। জেরায় অপরাধ কবুল করেছে ধৃতরা। ধৃতদের অনেক টাকা ধার হয়ে গিয়েছিল। মৃতের পরিবারের কাছে অনেক টাকা, গয়না ঘরে ছিল এমনই ধারণা ছিল ধৃতদের। পরিকল্পনা করেই বাড়িতে গিয়েছিল ধৃতরা। ধৃতরা জানত, ওই সময়ে তাদের দিদি সুস্মিতা মন্ডল একা থাকত। মাকে খুনের সময় ছেলে তমজিৎ মন্ডল দেখে ফেলে, সেইজন্যই ছেলেকে খুন। জানালেন জয়েন্ট সিপি ক্রাইম মুরলিধর শর্মা।
ধৃত সন্দীপ দাস ও অন্যজন সঞ্জয় দাস কে আগামীকাল আলিপুর আদালতে তোলা হবে।